ভবঘুরেকথা

অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥

দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী-
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে ॥

আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে-
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি রইবে না ওই রথে, তুমি নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে॥

…………………………
রাগ: খাম্বাজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৩
রচনাস্থান: Chyene Walk, লন্ডন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!