অসৎ এর সংগ কর
চালাক বড় মন ব্যাপারী।।
এই তো পড়লো গলায় দড়ি তোমার
গুরু দিল যে ধন সাথে
হারালি তা পথে পথে
ঘাটে আইলি সন্ধ্যা রাতে
হাতে নাই তোর পারের করি
চালাক বড় মন ব্যাপারী।।
নাচানাচি পুতুল খেলায়
তুই গেলি ঐ রংগের মেলায়
খেয়া বন্ধ মাঝি বেটায়
তোর সাথে দিয়াছে আড়ি
চালাক বড় মন ব্যাপারী।।
লোকে বলে ভণ্ড রাজা
মাথায় বোজাই পাপের বোঝা
এখন বুজবে কেমন মজা
যাবা যখন যমেরবাড়ি
চালাক বড় মন ব্যাপারী।।
মাতাল রাজ্জাকে কয়
শোন গো লতা
দিন থাকে না থাকে কথা
হৃদয়ে রাখিও গাথা
পিছের কথা বরাবরি
চালাক বড় মন ব্যাপারী।।