অহৈতুকী কই ঘটলো অবলার ভাব,
মুক্তির আশে, আছ বসে, হল না সেই ভক্তি লাভ।।
ধর্ম্ম-পূন্য বোঝাই করি, সাজায়েছে মানব তরী,
যেতে চাও বৈকুন্ঠপুরী, করতেছ ধর্মের গৌরব।।
না পাহিলা নব অনুরাগ, মরমে লাগল না সে দাগ,
ঘটলো না বৈরাগ্য বিরাগ, পেলেম না সে মহাভাব।।
মহাভাব ভাবিনীর রসে, মহানন্দ বেড়ায় ভেসে
গোলকচন্দ্র সেই রূপ-রসে, করে হরি সিংহ রব।।
তারকচাঁদ সেই রসে মাখা, পেয়ে সে স্বরূপের দেখা,
অশ্বিনী তুই এমন বোকা, নিলি না সেই রুপের সৌরভ।।