আঁচলা ঝোলা তিলক মালা
আঁচলা ঝোলা তিলক মালা
মাটির ভাঁড় দেবে হাতে,
গৌর কলঙ্কিনী ধনী
হোসনে লো কোনমতে।।
মোটা মোটা মালা গলে
তিলক চন্দন তাঁর কপালে,
থাকতে হবে গাছের তলে
মালাতে হবে জল খেতে।।
বৃন্দাবনের ন্যাড়ান্যাড়ি
বেড়ায় ব্রজের বাড়ি বাড়ি,
তারা যোগাড় করে সেবা কাড়ি
শাক চচ্চড়ি ওল ভাতে।।
গৌর প্রেমের করে আশা
দেখে যা আমাদের দশা,
ঘর ছেড়ে জঙ্গলে বাসা
কামড়ায় মশা মাছিতে।।
গৌর প্রেম এমনই ধরণ
ব্রজ গোপীর অকৈতব করণ,
সিরাজ সাঁইয়ের চরণ ভুলে রে লালন
বেড়ায় অকুলেতে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….