ভবঘুরেকথা

আঁধার এলে ব’লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে ॥

ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে ॥

ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে।
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ॥

………………………
রাগ: ছায়ানট-বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!