আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা,
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় নারে বন্ধু।।
অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা,
দারুণ বিচ্ছেদের জ্বালা আমি
আগে তো জানি নারে বন্ধু।।
গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা,
কুল-মান দিয়া কি করিব
তোমায় যদি পাই নারে বন্ধু।।
আব্দুল করিম কুল-মান হারা
তুমি কি জান না?
সু-সময়ে সুজন বন্ধু
দেখা তো দিলায় নারে বন্ধু।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান