(ত্রিনাথ বন্দনা)
আইল নতুন রাসেরি সারাৎসার রে
ঠাকুর তিননাথ অবতার।।
রসে রস মিশাইয়ে রসে দেও সাঁতার
কলির জীব সামান্য অতি জীবের অল্প আয়ু বুদ্ধি রে
উদয় হইল কলির জীব তরাইতে রে
ভাইবে রাধারমণ বলে ঠাকুর তিননাথ হেরি পদকমল রে
তিননাথ অন্তিমকালে দিও চরণতরী রে।