আওলাদে অলি তুমি শাহে মমিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।
আবদুল কাদির জিলানী পীরের
গান বাজনা নিষেধ করে
ঢোল খোলে জিকির করে
রাসুল আলামিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।
বড়পীর জানতে পারে
খাজা যখন জিকির করে
বাঘ আসিয়া তাজিম করে
পাইয়া তালকিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।
মুর্তি পূজক হিন্দুস্থানী
ছাড়িয়া সকল শয়তানী
খাজার নামে দিয়া ধ্বনি
সানে খাজার দিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।
তোমার নামে হইয়া মত্ত
পীর আউলিয়া শত শত
চলে গেছে জনমের মত
খাজা কুতুবুদ্দিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।
মাতাল রাজ্জাক দিশেহারা
পাইতে নূরের চেহারা
সামনে থাকিও খাড়া
শেষ বিচারের দিন
গাউসেল আজম আজমেরি
খাজা মাইনউদ্দিন।।