ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

আকারে ভজন সাকারে সাধন তায়।
আকার সাকার অভেদ রূপ জানতে হয়।।

ভজনের মূল নয়-আকার
গুরু-শিষ্য হয় প্রচার,
সাকার রূপেতে আকারে নির্ণয়
আকার ছাড়া সাকার রূপ নাহি রয়।।

পুরুষ প্রকৃতি আকার
যুগল ভজন প্রচার,
নায়ক-নায়িকার যোগমাহিত্ম
যোগের সাধন জানতে হয়।।

অযোনী সহজ রূপ সংস্কার
স্বরূপে দুইরূপ হয় নিহার,
স্বরূপে রূপের স্বরূপ কয়
অবোধ লালন তাই জানায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!