আকাশ আঙ্গিনায় রঙিন মেঘের দোলনায়
ফুল শয়নে নয়ন মেলে ডাকলে কে আমায়।
আমি ঘর ছেড়ে বাহিরে এসেছি
কার চোখের ইশারায়।।
সে দিন আধখোলা বাতায়োনে
চেয়েছিলাম আকাশ মুখে আমি উদাস নয়নে;
তার চপল হাসি ছুটে আসি গো
আঘাত দিলো ঘরের দরজায়
আমার গোাপন হিয়ায়।।
আমি সেদিন হতে ব্যাকুল প্রাণে
চেয়ে আছি আকাশ পারনে আমি উদাস নয়নে;
পাবো কোথায় খুঁজে পাই না বুঝে গো
সে যে আমার রয়েছে কোথায়
আমার পরান যারে চায়।।
ও তার সন্ধানী চোখের নজরে
তীর মেরে দিয়েছে আমার ভাঙ্গা পাঁজরে;
এমন বনপোড়া হরিণের মতো গো
মনপোড়া রোগে জীবন যায়
জ্বালা জুড়বো কোথায়।।
পাগল বিজয় কয় তার রূপের ছোঁয়া
যার লেগেছে গিয়েছে তার কুলমান খোয়া;
ও সে সকলহারা বাউলিয়া গো
কেঁদে ফেরে দেউলিয়া দশায়
শুধু তার ভালোবাসায়।।