কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি
আগুন পানি বাতাস ঘাটি
রং দিয়া সারি সারি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
দুইশ ছয় হাড়ের জোড়া
বল দিয়াছে নড়াচড়া
অই গাড়ি কইরাছে খাড়া
রঙ্গীলা এক মিস্ত্রিরি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
চামের ছাউনি রগের টানা
ভিতরে তাই সবই কানা
হস্তপদ চারিদানা কি আজব কারিগরি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
হৃদয় পিণ্ড ইঞ্জিনের ঘরে
ফুসফুসি বাতাসের জোরে
একুশ হাজার ছয়শ বারে
আপ ডাউন রানিং করে
ইন্দ্রিয় আজব কলে
অটোমেটিক সিস্টেম বলে
একশত বিশ বছর চলে
মন কানাই জগৎ জুড়ি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
বত্রিশ চাক মারি গালে
দিনে তিনবার কয়লা দিলে
ধু ধু কইরা আগুন জ্বলে
নাড়িতে অগ্নিগিরি
তাতে বাহাত্তুর হাজার লেবার ওরা
সব অগ্নি তাবেদার
কাজ করে চলেছে যার যার
মাল গুদাম উজার করি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
গাড়ির টিকেট মাষ্টার হেলপার যারা
মালিকের বিরোধী তারা
চালক বেটা মদন চোরা
গাড়ি দেয় উজার করি
তার এক গিয়ার স্বভাবের জোরে
গাড়ি দিয়া বৌ বাজারে আনে
রোড সার্জন গাড়ির উপরে
পাঁচ আইন করছে জারি
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।
টাটকা গাড়ি আটকা থানায়
পেসেঞ্জার সব পালায় পালায়
দশে ছয়ে গোল জন্মায়
চাকরিতে রিজাইন করি
মাইটা গাড়ি ফাইটা গেলো
মন মিস্ত্রি পালাইলো
জনমের মত ফুরাইলো
মাতাল রাজ্জাকের বাহাদুরী
কি চমৎকার মানব দেহ কোচ গাড়ি।।