বল গুণী আগে তুমি কোথায় ছিলে
আগে তোমার কি নাম ছিল, কেবা নাম রেখে দিলে।।
শুনি পঞ্চজনকে সঙ্গে করে, আসলে পিতার মস্তক পরে।
কোন্ পাঁচজনকে সাথে, নাম শুনা বাঞ্ছা দেলে।।
যখন ছিলে মায়ের উদরে, তখন কয় ভাগে ভাগ কেবা করে
দেহের কোন জিনিস আড়ে পড়ে, মায়ের কোন মোকামে বসেছিলে।।
ফকির চাঁদ হাত-মূর্খ, নাই কো তার জ্ঞান চক্ষু
গুরুর মুখ-পদ্মের বাক্য, ধান্দা যায় বিবরণ শুনিলে।।