আছার খেয়ে মানুষ মরা গাঙ্গের কিনারে
গাছের ডালে পঞ্চ-ভুতে কাছে যেথে চোখে ঠারে।।
মরা গাঙ্গের জ্যাঁতা কাছিম একুশ গন্ডা পারে ডিম
রহিমের দোস্ত করিম, সময় সময় যায় শিকারে,
একদিন একটা ছোকরা পোলা লয়ে বাক্সের উপর তালা
বুদ্ধি ভরা সাতটা ছালা, ঢেলে দিল সেইপারে।।
আর এক বেটা গরুচোরা, জলের নিচে দিয়ে ওড়া
ধরে এনে রনের ঘোড়া, বেঁধে রাখছে আগ- দুয়ারে,
নয়ন গঞ্জের ডিহি কাচারি, তাহার পাছে মাতুল বাড়ী
মাতাপিতার মারামারি, সন্তানের দোষ কোন বিচারে।।
ফুলের মাঝে রয় চারি ফল, খেতে নাহি জানে সকল
এক ঠ্যাংয়ে তিন পথে চল, গেলে বাদশার দরবারে,
আছমান ভেঙ্গে জমি হবে,চায় করিয়া খাইবো তবে
জালালে কয় বুজবে কবে, গেলেনা প্রেম বাজারে।।