আছে আল্লা আলে রসুলকলে
তলের উল হল না,
অজান এক মানুষের করণ
তলে করে আনাগোনা।।
ও সে আল্লা আহাদিনী
দুইরূপে লীলে করেন যিনি,
দুইরূপ মাঝার, রূপ মনোহর
সেরূপ কেউ বলে না।।
নারীপুরুষ নপুংসক নয়
তাঁর তুলনা তাঁহারি হয়,
সেরূপ অন্বেষণ, জানে সেহি জন
শক্তি উপাসনা।।
শক্তিহারা ভাবুক যেরে
কপট ভাবের উদাসিনীরে,
লালন বলে তার, জ্ঞানচক্ষু আঁধার
রাগের পথ চাইলে না।।