এমন অসংখ্য গান পরে আছে মাতাল কবির।
আসলে আমরাই তার মুল্যায়ন করতে পারি না
নবি প্রেমে রয়েছে তার বিশাল কেনভাস।।
পুলসিরাতে হীরার ধার
কেমনে হইবি পার
দ্বারে গিয়া কত যোয়ান মরে
(বাদি মনরে)
রাসুলের নাম
রাখিও অন্তরে।।
চুল বরণ পুল দিয়া
যেতে হবে পাড়ি দিয়া
দোজখ বইয়া ঐ পুলের উপরে
উনিশজন ফেরেস্তা খাঁড়া
ঐ দোজখ দিচ্ছে পাহারা
পাপীতাপী পাইলে কাটে দ্বারে।।
উপরে বেহেস্ত দোজখ নিচে
মাঝখান দিয়া পুল নিছে
লম্বা দিছে বাহত্তুর হাজারে
সাপ বিচ্ছু দোজখে ভরা
সদায় থাকে ফণা ধরা
লোভী কামুক কামড়াইয়া মারে।।
সত্তুর হাজার বছর ভরি
থাকবিরে মন পুলে চরি
ভয়েতে প্রাণ কাঁপছে থরে থরে
নামাজ রোজা সংগের সাথী
আধারে জ্বলিবে বাতি
মাতাল রাজ্জাক কেন ভুইলা রইলি তারে।।