ভবঘুরেকথা
পাগলা কানাই

আজব একটি ফুল ফুটেচে বাগিচায়,
গোপনেতে আছে সে ফুল স্পষ্ট নয়।
দেখে রয় রে সে ফুলে বাধ্য এই মানেকুল
ফুলটি যথায়, তথায় আছে রছুল।
লাল-জরদ-ছিয়া-ছাফেদ-চার রঙের আকার আছে সেই ফুল,
আরও অমাবস্যা-পূর্ণিমাতে উদয় হচ্ছে সে ফুল,
ত্রিবেণীতে বসা আছে মাছুত
যোগ ছাড়া ফোটে না সে ফুল রে দেখ।
রক্ত-চন্দ্র, গরল-চন্দ্র, আদি-চন্দ্রে মিশাল করা সে ফুল,-
তাই পাগল কানাই সভার আগে বলতেছে-
আবার হস্ত ধরে সরল চক্র শিখাইছে,
-সরল চক্র আছে আমার কাছে।
তুই ভাঙ্গিস না দশের কাছে, রে সুলতান,
তুই যাবি অনেক দিন বাঁচে
জল পদ্ম থল পদ্ম যে ভাবে রইয়াছে-
যে না জানে সরল চক্র তার কেবল গল্প করা মিছে।
:: যোগ: দেহতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!