আজব রঙ ফকিরি সাদা সোহাগিনী সাঁই।
চুড়ি শাড়ি ফকিরি ভেদ কে বুঝিতে পায় ।।
সর্বকেশী মুখে দাড়ি
পরনে তাঁর চুড়ি শাড়ি,
কোথা হতে এল সিড়ি
জানিতে উচিত তাই।।
দেখ রে গোরের মাঝার
ফকিরি করিয়ে বিচার,
সাদা সোহাগিনী সবার উপর
আদঘর শুনতে পাই।।
সাদা সোহাগিনীর ভাবে
প্রকৃতি হইতে হবে,
লালন বলে পাবি তবে
ভাব সমুদ্রে ঠাঁই।।