আজ আমায় কৌপিন
আজ আমায় কৌপিন
দে গো ভারতী গোঁসাই,
কাঙ্গাল হব মেঙ্গে খাব
রাজরাজ্যের আর কার্য নাই ।।
এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি,
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই অঠাঁই ।।
সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল,
খাই বা না খাই নিষ্কলহ
তাতে যদি মুক্তি পাই ।।
স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙ্গিলে সব মিথ্যা হয়,
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয় ।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….