আজ নিশিথে এই পথে
করবে দোস্তে আগমন
আকাশ তুমি সাজো মন মতন।।
তোমার যত মনের গো কালি
সকলি মুছিয়া ফেলি গো
জ্বালাও চান্দের ঝিলিমিলি
আঁচল পেতে দাও আসন
আকাশ তুমি সাজো মন মতন।।
তোমার অসীম ছায়ামায়া গো
দিয়া বিশ্ব রাখ ঘুমাইয়া গো
কেউ যদি থাকে জাগিয়া
লজ্জা পাবে গোল বদন
আকাশ তুমি সাজো মন মতন।।
তোরা ফুলের শত মালা পড়াই ও
সোনা বন্ধুর গলে গো
আসে যদি রাসুলুল্লাহ
ভজিয় তার চরন
আকাশ তুমি সাজো মন মতন।।
মাতাল রাজ্জাকে কয় কপালের ফেরে
কাছের মানুষ গেছে দূরে
আর কি ভোমর আসবে ফিরে
ফুরাইলে রসের যৌবন
আকাশ তুমি সাজো মন মতন।।