আজ ব্রজপুরে কোন পথে যাই
আজ ব্রজপুরে কোন পথে যাই
ওরে বলরে তাই,
আমার সাথের সাথী আর কেহ নাই
ওরে কেহই নাই।।
কোথা রাধে কোথা কৃষ্ণধন
কোথা রে তার সব সখিগণ
আর কতদিনে চলিলে সে চরণ পাই।।
যাঁর লেগে মুড়ি এহি মাথা
তাঁরে পেলে যায় মনের ব্যথা
কি সাধনে সে চরণে পাইব ঠাঁই।।
তোরা যতো স্বরূপ গণেতে
বর দে গো কৃষ্ণচরণ পাই যাতে
অধীন লালন বলে কৃষ্ণলীলের অন্ত নাই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….