ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

আজ শুভনিশি পোহাইল তোমার, এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে।
মুখ-শশী দেখ আসি, যাবে দুঃখরাশি, ও চাঁদ-মুখের হাসি সুধারাশি ক্ষরে।।

শুনিয়া এ শুভ বাণী, এলোচুলে যায় রাণী, বসন না যায় সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝর ঝর আঁখি ঝরে, পাছে করি’ গিরিবরে, অমনি কাঁদে গলা ধ’রে॥

পুনঃ কোলে বসাইয়া, চারুমুখ নিরখিয়া, চুম্বে অরুণ অধরে।
বলে-জনক তোমার গিরি, পতি জনম-ভিখারী, তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে॥

যত সহচরীগণ, হয়ে আনন্দিত মন, হেসে হেসে এসে ধরে করে।
কহে-বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা থুলে, কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে।।

কবি রামপ্রসাদ দাসে, মনে মনে কত হাসে, ভাসে মহা আনন্দ-সাগরে।
জননীর আগমনে, উল্লসিত জগজ্জনে, দিবানিশি নাহি জানে, আনন্দ পাসরে॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!