আজ সুধা সঙ্গ হল বহু ভাগ্য ফলে
অনেক বাঞ্ছা ছিল, দেখে প্রাণ জুড়াল,
আমায় রেখ গুরু ঐ চরণ তলে।।
সাধকের নিষ্ঠা রতি, কি কব তাহার দুর্গতি
বিরহে প্রায় চাতকের গতি, যখন মেঘের আশে চাতক পাখি,
মেঘে কত দেয়গো ফাঁকি, তার কণ্ঠাগত প্রাণ
পিপাসায় অজ্ঞান, মলেও খায়না কূপ নদীর জলে।।
সাধকের নিষ্ঠা করণ, পঙ্ক জলে যেমন মিলন
এমতি বাব রাখে যেবা জন, সদা থাকে সচেতন
হেরে নয়ন যুগোল বাণে
আর মনেতে সন্ধানে, হেম লক্ষ্য বানে, স্নান করে শুদ্ধ গঙ্গা জলে।।
চৌষট্টি রস রাগের করণ, চব্বিশ ভেঙ্গে নয়েতে মিলন,
পঞ্চ ভেঙ্গে তিন রস নিরূপণ,
কোন রসে কোন রতি খেলে, কোন রস কখন উজান চলে
তার কর বিবেচনা,কোন রস পরশে হয় সোনা
খসেও পড়েনা যেন মধ্য স্থলে।।
দীক্ষা হয় তার উপাসনা, শিক্ষা হয় তার তত্ত্বজানা
শিক্ষা না হলে ভজন হবেনা, আমার গুরু গোসাই চাঁদের অর্থ
গর্বে ভুলনা সে পরমার্থ, উপাসনা তত্ত্ব, জান যাতে হবে দীব জ্ঞান
দিক্ষা শিক্ষা একই প্রমাণ বলে।।