আদম নূরের পুতুলা
আপনি আপন রূপ দেখিয়া
এসকের কমলা।।
আগুন পানি বাতাস মাটি দিয়া মুখের লালা
চার রংগে মুলাইয়া তারে করে ঘোলা ঘোলারে।।
ঐ মাটি ফেরেস্তারা গুলিল যখন
কাদা মাটি হইয়া গেল সাদা বরণ
মাটিতে লয়না জোড়া দিয়া ভক্তি লালা
ভাব বাতাসে শুকায় তারে করে দলা দলারে।।
দোয়াসা মাটি দিয়া বানায় প্রেম মুরতি
নাম রাখিয়া ছিল তার ভিম কমলা মতি
হস্ত পদ বানায় তার বানায় সপ্ততালা
নিচের দিকে রাখিল তার প্রেমের একটা নালারে।।
মাটি দিয়া মাটির আদম বানায় ফেরেস্তারা
রৌদ্রে তারে ভাজা ভাজা করিল যখন
তিনশ তের কাটা দিল ছেদেরি মতন
খর কুস ভিতরে দিয়া দিল কামের আঠা
সামনের দিকে চাইয়া দেখে প্রেমের একটা ডালা
মাতাল রাজ্জাকে কয় আজ অবধি ঝড়ে মুণ্ডু মালারে।।