ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

তার আধি অন্ত তন্ত্রমন্ত্র পথভ্রান্ত সব মূলামূল।
এ জগৎ সৃষ্টিতে স্রষ্টায় যা করেছে সবই ভুল।।

ভুলে একদিন মাতা পিতায় করে রণ
বাবার ছয়জন সেনা কেউ মন্দ না
ডাক দোহাই কিছুই মানে না
বাবা মা সংগমে যায় যখন
ঐ ছয়জনে বাধ্যকরে লয় মদন
রণক্ষেত্র যমুনার পারে মা মহিনী চক্ষুঠারে
বাবা ঘনঘন গুল্লি ছাড়ে
মায় করে গাটঠি গোল।।

সেই ভুলে জন্ম লইয়া এই ধরাধাম
কেহ মাতা কেহ পিতা
আত্মীয়তা কুটুম্বিতা যত নাম
মাতৃকুলে ভুমণ্ডলে অবিরাম
ভুল যতসব প্রথা চালি
তাই কেউ শালা-কেউ বলে শালি
এসব মুখে মুখে বলাবলি
ভুলের একটা হুলস্থুল।।

ভুল যত সব ধর্মাধর্মীর গ্রন্থগার
তারা পরে ভুলে লাভে মূলে
মিশতে চায় না কেউ কারো দলে
একেক ধর্মে একেক জনা অবতার
করে ভিন্ন মতে ভিন্ন ধর্মের ব্যবহার
তাই কেউ আল্লা কেউ বলে হরি
বিষম ভুলের আরা আড়ি
আমি বাইবেল কোরআন গীতা পড়ি
এই ভুলের পাইলাম না কুল।।

যত ভুলবাট্টা চোরচোট্টা এই জগতে
মুন্সি আর মাওলানা কাজি
আর যতসব হাজী গাজী
শরার কাজী মুনসুররে দেয় শূলেতে
দেখনা জগৎ চলছে কেমন ভুলেতে
সত্য নামে শূলে চড়ে
আর কিরে ভুল গাছে ধরে
মাতাল রাজ্জাকে কয় বাবুলেরে
এই ভুলের মাইরাদে শূলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!