ভবঘুরেকথা

(ভৈরব মিশ্র-একতালা)
আনন্দে বিশ্বজন, বন্দে বিশ্ব-জীবনে, প্রভাত মঙ্গল-গীত গায়;
মিলায়ে কণ্ঠ সে অনন্ত স্বরে, গাও সবে জয় জগদীশ হবে,
ডুব পরম ব্রহ্মনাম অমৃত-ধারায়।
না ছিল এ ভব, না ছিল অপন, না ছিল শশী তারা অগণন,
তাঁহারি ইচ্ছায় হইল সৃজন, জাগিল নিখিলে নবীন জীবন,
আলোক-সাগরে করিয়া স্নান, গাহিল প্রকৃতি আদি নাম-গান,
বিরাজিত ভুবননাথ মহা মহিমায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!