আনন্দে লওরে মধুর হরিনাম,
হরিনাম সুধাপানে, প্রেম তুফানে ঢেউ খেলাও মন অবিশ্রাম
হরিনামের তুল্য দিতে, কি আছে অবনীতে, হরি হতে বড় হরিনাম।
ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম।।
হরির নাম সুধা সিন্ধু পান করলে তার একবিন্দু তাহলে পুরে মনস্কাম।
নামে পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধাশ্যাম।।
ছিল নাম অনর্পীত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম।
নামে জগাই মাধাই তরে গেল, প্রান্ত হল মোক্ষধাম।
হরিনাম মহৌষধি, পান কর নিরবধি, ভব ব্যাধি হইবে আরাম।
নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিধাম।।
নামেতে মহানন্দ, মেতেছে তারকচন্দ্র, প্রেমরসে ভাসায় ধরাধাম।
একবার অশ্বিনীর মন হরিবল মধুর নামে হসনা বাম।।