আপনাকে চিনলে পরে
চেনা যায় পারওয়ার দেগার।।
খোদ খোদা নয়রে জুদা, আরশ খোদা দেহের ঘরে
আছে দশ জাঙ্গারে সে ঘর ঘেরা, দেখতে পাবি নফির জোরে।।
মান আরাফা নাফছাহু, ফাকাদ আরাফা রব্বাহু
হাদিস প্রচার, আপনাকে আপনি চেনা, বলেছে নবী ছরওয়ারে।।
নেস্ত গম সেই মোকামে, হাজির থেকো দেল হুজুরে
হবে ফানা রূপের থানা, আশেকে মাশুক ঘিরে।।
দরবেশ লালন সা কয়, তরিক এই হয়
বন্দিগী হাছেলের তরে, দুদ্দু তরিক ভুলে খাবি খেয়ে
দেশান্তরে বেড়াও ঘুরে।।