আপনাতে আপনি থেকো মন
আপনাতে আপনি থেকো মন,
তুমি যেও না কো কারো ঘরে।
আপনাতে আপনি থেকো মন,
তুমি যেও না কো কারো ঘরে।
যা চাবি তা বসে পাবি,
যা চাবি তা বসে পাবি,
শুধু খোঁজো নিজ অন্তঃপুরে,
আপনাতে আপনি থেকো মন।
পরমধন ওই পরশমণি,
যা চাবি তা দিতে পারে-
পরমধন ওই পরশমণি,
ওরে, যা চাবি তা দিতে পারে।
কত মণি পড়ে আছে,
সেই চিন্তামণির নাচ-দুয়ারে,
আপনাতে আপনি থেকো মন।
তীর্থভ্রমণ শুধু দুঃখ গমন
মন উচাটন হয়ো না রে,
তীর্থভ্রমণ শুধু দুঃখ গমন
মন উচাটন হয়ো না রে।
তুমি আনন্দ ত্রিবেণী স্নানে,
শীতল হও না মূলাধারে,
আপনাতে আপনি থেকো মন।
কি দেখ কমলাকান্ত,
মিছে বাজী এ সংসারে-
কি দেখ কমলাকান্ত,
মিছে বাজী এ সংসারে।
সেই বাজীকরে চিনলে না রে,
সেই বাজীকরে চিনলে না রে,
সে যে তোমার ঘটে বিরাজ করে,
আপনাতে আপনি থেকো মন,
তুমি যেও না তো কারো ঘরে।