আপনারে আপন চিনেছে যে জন,
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।
সেই আপন আপন রূপ
সেবা কোন স্বরূপ
স্বরূপেরও সে রূপ জানিও কারণ।।
সেই আপনা মোকাম
জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামেরই সন্ধান।
করে মোকামেরই সাধন
আরে সেই রসিক জন
উজ্জ্বলা হইয়াছে তাই এ ত্রিভূবন।।
সেই ঘরের অম্বেষণ
জানে যেবা জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয় জন।
ঘরে আছে পাঁচ পাঞ্জাতন
ওরে আত্মা পাঞ্চ জন
আত্মা দিয়ে আত্মার করে রে ভজন।।
সেই রসিকেরই মন
রসেতে মগন
সেইরূপ রসেতে যে জন দিয়েছে নয়ন।
ফকির লালন বলে
আমার হারাইলাম আমি
আমি বিনে আমার সকল অকারণ।।