আপনারে আপন চিনেছে যে জন।
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।
সেই আপন আপন রূপ
সে বা কোন স্বরূপ,
স্বরূেপরই সেই রূপ
জানিও করণ।।
সেই আপন মোকাম জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামের সন্ধান,
করে মোকামের সাধন সেই রসিক জন
উজ্জলা তার এই ত্রিভুবন।।
সেই ঘরের অন্বেষণ জানে যে জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয়জন,
ঘরে আছে পাঁচ পাঞ্জাতন আত্মা পঞ্চজন
আত্মায় আত্মার করে ভজন।।
সেই রসিকের মন রসেতে মগন
সেইরূপ রসেতে যেজন দিয়েছে নয়ন,
ফকির লালন কয় আমি আমাতে হারাই
আমি বিনে আমার সকল অকারণ।।