আপনি আপন হইলে দেখবি
খোদা তোর মতন
জ্ঞান আখিঁ খুলিয়া গেলে
রয়না দূরে নীল রতন।।
অনুমানে অজ্ঞানে ডাকে তারে
মুরুর্খতার জোস পাইয়া
মসজিদ মন্দির গির্জায় গিয়া
বল দয়াল চির কাঙ্গাল
কিসে দিবো ভবের পাড়ি
অনুমানে বিশ্বাস হয়না
দেখিলে রূপ মঞ্জুরী।।
যেখান হইতে জগৎ শুরু
তুমি কি সেই বিশ্ব গুরু
নাকি শুধু ছাগল গরু
খাইয়া গেলা দিন দুই চারি
অনুমানে বিশ্বাস হয়না
দেখিলে রূপ মঞ্জুরী।।
কি হেতু তোমার আগমন
নাই কি তোমার জন্ম মরণ
নাকি তুমি আমার মতন
বল কথা সরাসরি
অনুমানে বিশ্বাস হয়না
দেখিলে রূপ মঞ্জুরী।।
আমার কাছে নাম বিলাইতে
এসেছো কোন ধর্ম মতে
ধর্ম কি সব তোমার মতে
নাকি তুমি ধর্মের অনুসারী
অনুমানে বিশ্বাস হয়না
দেখিলে রূপ মঞ্জুরী।।
সাধক রাজ্জাকে কয় মমতিরে
পিরে কামেল না হইলে
মন দিয়া যারে তারে
মরিস না করে ফকিরি
অনুমানে বিশ্বাস হয়না
দেখিলে রূপ মঞ্জুরী।।