খুঁজলে তায় মিলে আপন দেহ মন্দিরে
জগত পিতা কচ্ছে কথা মিষ্টতা মধুর স্বরে।।
লুকোচুরি জানেন বিলক্ষণ, তার পাই না দরশন
আকার শূণ্য জগত মান্য জগতের জীবন
নাভি পদ্মে স্থিতি পায় না গতি পলকে প্রলয় করে।।
আপন তত্ত্ব কর আপনি, চেতন দিবা রজনী
তবে যদি কৃপা করেন সেই গুণমণি
তারে ধরবার আশা করনা, অধর নিধি নাম ধরে।।
মন প্রাণে হয় যদি বিশ্বাস, তবে কর তাহার আশা
তর্ক করলে ফক্কায় পড়ব, সকল কর্মনাশ
যাদু বিন্দু বেটা বুদ্ধি মোটা, কবীরকে চিনতে নারে।।