আপন ভাণ্ড খুঁজলে পরে সকল জানা যায়।
ও সে ঢাকার শহর, হুগলি জেলার আপনি খবর পায়।।
অসাধ্য কাজ নিহার করে, থাকগা বসে রূপ নিহারে
দেখবে পাবি আপন ঘরে, কেবা কথা কয়।।
দ্বিদলের উপর যার নিশানা, ঝলক দেয় সে কাঁচা সোনা
ঊর্ধ্ব দেশে কাম কে দেনা হুঁশিয়ারি, থেকো সর্বদায়।।
কামে বশীভূত যারা, মন ছড়ালে যাবে মারা,
সে মানুষ দিবে ধরা, জিন্দা থেকে মরা চাই।।
ফকির চাঁদের এই নিবেদন, কামছাড়া পূর্ণ ভজন সাধন।
সে ভেদ পায় কি জীবে কখন, দেশ ছেড়ে বিদেশে যায়।।