ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

আবহায়াতের নদী কোনখানে।
আগে জিন্দাপিরের খান্দানে
যাও দেখিয়ে দিবে সন্ধানে।।

সওলার মহিমা রে এমনি
সেও নদীতে বয় অমৃত পানি,
ও তার একরতি পরশে শুনি
অমর হবে সেই জনে।।

সেই সে নদীর পিছল ঘাটা
কত চাঁদকোটালে খেলছে রে ভাটা,
দিন-দুনিয়া জোড়া একটা
মীন আছে তার মাঝখানে।।

আবহায়াতের মর্ম যে-জন পায়
উপাসনার সীমা তারই হয়,
সিরাজ সাঁইর আদেশে তাই
অধীন লালন ফকির ভনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!