(তাল-গড়খেমটা)
আমাদের বৈশম্পায়ন জ্বর, আটকেছে দোষের ঘরে।
হয়ে বায়ু প্রবল পিত্ত বিকল, কফ শুকায়ে বিকার ধরে।
ভাব সূর্যের নিদ্রা বেশে, কুসঙ্গ স্বপ্নদোষে,
মজ্জাগত জ্বর আটকেছে মস্তক পরে।
ঔষধ কর চিন্তামণি, বৃন্দাবন বালক আনি,
যদিও পাও সদজ্ঞানী, সৎ বৈদ্য ধরে,
দিয়ে প্রেম বিন্দু রসসিন্ধু, মধুর বিন্দু তার উপরে।
দোষ পেয়েছে ক্ষেত বৃদ্ধি, কি করে মহৌষধি,
তার উপরে ইন্দ্রিয়াদি জোগাড় করে,
আছে ঈড়া আর পিঙ্গলা, বেড়ে সুষুম্নাকে শুস্ক করে।
বলে তারক রসনা, পঞ্চরস পাচন খা না,
নামেতে ক্ষুধা বাড়ে রুচি ধরে,
আছে দশা রোগী চিরভোগী, হরিচাঁদ কি দয়া করে।
………………………………………………………………
দশরথ বিশ্বাস