আমায় তুমি দোষী বল তুমি কি আর বড় গুনী?
তুমি আমায়বেশি চিন, আমিও হয়ত কিছু জানি।।
বলছ আমায় পাপ করতেছি, কই রাখব তোর লিপিখানি
ভাল মন্দ যা করে যাই, আমি কই তোমার করণী।।
তুমি চোরকে চুরি করতে কয়ে, গৃহস্থেরে দেও জাগাইয়ে
শেষে বস হাকিম হয়ে তুমিই চোরের শিরোমনি।।
আমি তোমায় এই জিঞ্জাসি, ফুক না দিলেও হয় কি ধ্বনি?
ভালোবাসার ভাব জন্মায়ে, ফাঁদ পাতলে সাঁই মহাজনি
লাভের হার কমতি পড়লেই, রাঙা কর চোখ দু খানি।।
বলতে পার সৃষ্ট হয়ে তুমি স্রষ্টার প্রতি বদ্ গোমানি
যতই বল তুমি আমায়, এই পর্যন্ত বেশি মানি।।
মিটাইতে তোমার বাসনা, ফুরায় না মোর ধানা-পানা
জালালে কয় আর সহে না, তোমার মরা আমি টানি।।