ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

আমারে আর দোষ দিও না, তুমি-যে সব কর্ম কারণ
উচিত বিচার করতে গেলে, অপরাধী তুই নিরঞ্জন।।

আমি নাহি কাজের কাজি, তোমারই সব ভোজের বাজি
পুতুল খেলার পুতুল সাজি,নাচাও নাচি যেমনি-তেমন।।

যখন শুধু একা ছিলে, কি জানি তুই মনে করলে
কেন আমায় পাঠাইলে,নিজেই সব-জান বিবরণ।।

আমি তোমার নামে নামী, থেকে সদা অন্তর্যামী
বেঁধে ধরে দেও আসামি,পাঁচ আইনে পুলিশ যেমন।।

তোমারই ইচ্ছা মতে, কখন চলে যাই কু-পথে
সারথি হয়েছ কলে, বেঁধে রাখতে হঢ কতক্ষণ।।

তোমার কাছে ক্ষমা চাইতে,কে বণে আমাকে যাইতে
জালাল উদ্দিন এ জজগতে, করেছে আত্মসমর্পণ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!