আমারে কেউ চিন্তে গেলে, সোজা রাস্তা হয় যে বেঁকা
বয়সে খোদ খোদার বড়, নামটি কিন্তু নিচে লেখা।।
একং দশং শতং হাজার চৈারাশি লাখের বাজার
সকল ঘরে দোকানদার, আমি মাত্র আছি একা।।
দেখতে আমার মুখের হাসি, কত বেটা জঙ্গলবাসী
লইয়াছে পিরিতের ফাঁসি, তবু নাহি পাই দেখা।।
মুনশি আর মৌলানা কাজি, আমি সবার নায়ের মাঝি
আমার ছিফত লেখতে আজি, অন্ত পায়না হাদিস ফেকা।।
আমি রাখছি খোদার নাম, খোদায় করে আমার কাম
জালালে কয় সব বুজিলাম, ভুল ভাঙিতেই বিষম ঠেকা।।