আমারে ছাড়িয়া তুমি কেমন সুখে আছ
রে শ্যাম–শুকপাখি–
আর হৎপিঞ্জিরা শুন্য করি
দিয়া গেলা ফাঁকি।।
এগো, জনম ভরি পায়ে ধরি–
না করিলায় সঙ্গী;
আর ধন দিলাম, প্ৰাণ দিলাম,
কুল দিলাম তোর লাগি।
এগো, তেব বন্ধের মন পাইলাম না
হইলাম সর্বনাশী।।
আর ভাইবে রাধারমণ বলে–
শুনো গো প্ৰাণ সখী :
ওরে, আইনা দে মোর প্রাণ-বন্ধুরে
মরণকালে দেখি।