(তাল-কাওয়ালী)
আমারে যে পাগল বলে
ভাবের পাগল যত জনা, গোলায় পড়ে ঘুরছে গোলে।
ভাবের পাগল রসের পাগল, ভাব দিয়া করিছে পাগল,
তোরা সবে বাঁধাসনে গোল, মিশেছি পাগলের দলে।
ভবের গোলে বিরক্তি লেগে, মন গেছে মন মানুষের আগে,
চিন্তা জাগে তার ভাব উদ্বেগে, মন গিয়াছে উর্দ্ধে চলে।
যে দিন করলেম রূপ দরশন, কেড়ে নিল ত্রিতাপ বসন,
মানি না কামাদির শাসন, লেংটার কি ভয় বাটপাড় বলে।
ক্ষেপা পাগলের সেরা বাতুল, আঁচার অনাচার সমতুল,
তাড়িয়ে দিছি ঐ গাঙ্গের কুল, তিলক মালা দুই মণ্ডলে।
কাজের পাগল মহানন্দ, গুরুচাঁদের পদারবিন্দ,
হৃদয় ধরে সদানন্দ, তারক কাঁদে ভবের কুলে।