আমার অন্তরে আনন্দময়ী
(জংলা-একতালা)
আমার অন্তরে আনন্দময়ী।
সদা করিতেছেন কেলি।
আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি।
আবার দু’আঁখি মুদিলে দেখি, অন্তরেতে মুণ্ডমালী॥
বিষয়বুদ্ধি হইল হত, আমায় পাগল বোল বলে সকলি।
আমায় যা বলে তাই বলুক তারা, অন্তে যেন পাই পাগলী॥
শ্রীরামপ্রসাদে বলে, মা বিরাজে শতদলে।
আমি শরণ নিলাম চরণতলে, অন্তে না ফেলিও ঠেলি॥