আমার উচিৎ বিচার করলে আমি
খালাস পাই না কোনো মতে,
আমি কি ছিলাম আর কি হয়েছি
আরো কি যেন হবো কি হতে।।
হামবড়ো এক আমিত্বের জোরে
নিজেরে করেছি স্বীকার বিকার ঘোরে;
আমি তোমারে সাথী করে
এক দিনও বসাই নাই মোর জীবন রথে।।
লোক ভোলানো গোঁসাইগিরিতে
তোমার দিকে আমি আর পারি নাই ফিরিতে;
আমি কি করেছি কি করিতে
ঠিক মতো চলি নাই তো চলার পথে।।
হিসাব আমার মিলবে না জানি
তহবিলে যা আছে তাই দিলাম তোমায় আনি;
আমি আর কিছু রাখবো না টানি
আমার দরকার নাই আর দাখিলা-খতে।।
পাগল বিজয় বলে, হে অন্তরযামী
আমার চেয়ে আমারে বেশি জানো তুমি;
তুমি এই বিশ্বের বিচারস্বামী
আছে আমার জমা খরচ তোমার হাতে।।