(তাল- ঝাপ)
আমার এই ভাবে কি যাবে চিরদিন
অমি বসে ভাবি রাত্রি দিন
বল গুরু গতি কি আমার।
মরি কু-চিন্তাতে অশান্তিতে হে,
গুরু শান্তি কর শান্তিধর।।
১। দুষ্কৃতী স্বভাবের দোষে, দুঃখে যাতনা ভোগি এসে
শান্তির ডালি পেলেম না এবার।
আমার দুষ্কৃতী বিনাশ করিয়ে হে,
গুরু সুকৃতি দেও হৃদ মাঝার।।
২। কুহকিনীর মায়ায় পড়ি, কু-পথে বেড়ালেম ঘুরি,
তোমায় গুরু ডাকলেম না একবার।
এখন ডাকার মত শক্তি দিও হে,
গুরু ডাকি যেন অনিবার।।
৩। কৃপা বারি সিঞ্চনেতে, শীতলতা দাও প্রাণেতে,
কৃপা বিনে মরণ হয় আমার।
গুরু তুমি বিনে দীনহীনে হে,
আমার আর কোন নাই পারাপার।।
৪। ভেবে অধীন দীনা বলে, গুরু কেন ভবে পাঠাইলে,
সাধন ভজন না হল আমার।
আমি জনম ভরি দুরাচারি হে,
হরি গোসাইর বাণী করলেম না সার।
………………………..
রাগিনী-উরুশেন