(রাগিণী বেহাগ খাম্বাজ-তাল কাওয়ালী)
আমার কথা শুনে না সে, তার কথা শুনিনা আমি।
এক ঘরেতে দুই জনাতে, ঘর কর্ত্তেছি আমি তুমি।।
সে কেমন জানিনা কিছু, চলতেছি তার পিছু পিছু,
কথায় কথায় ঝগড়া বাঁধে, বিবাদে অপূর্ণ কামী।।
ঘুমের ঘোরে পড়ি লুটি, অম্নি আবার জেগে উঠি,
কে জাগায় তারে না দেখি, ছুটাছুটি দিবাযামী।।
এমন হইলে থাকা দায়, এক ঘরেতে দু’জনায়,
ক্ষান্ত হয়ে শান্ত কর, বন্ধুভাবে আমি তুমি।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত