(তাল- ঝাপ)
আমার কর্ম্ম দোষে সব খুয়ালেম
না পেলেম সেই অধর ধরা।
আমি যদি করতেম গুরুর করণ
তবে অধর চাঁদের পেতাম ধরা।।
১। কু-সঙ্গিনীর বাতাস লেগে গায়,
হা-হুতাশে জীবন গেল, কি করি উপায়।
আমার নাই কোন বল, মনে গরল,
চিন্তানলে হলেম সারা।।
২। কু-সঙ্গিনীর কু-চক্রে পড়ে,
সারাজীবন গেল আমার দুষ্কর্ম্ম ফেরে।
মরলেম্ অসৎসঙ্গ কু-আচারে, কু-মতি চতুপার্শ ঘেরা।
৩। হরিচাঁদের প্রেমেরই বাতাস,
আমার গায়ে লাগলনা, করি সদা পরিহাস।
হলাম অকাল কুষ্মান্ড, সকল পন্ড,
ভজন পূজন নাই মোর করা।।
৪। যদি প্রেমের বাতাস এক দিন লাগত গায়
তাপিত অঙ্গ গলে যেত, সেই বাতাসের গায়।
দীনার কাতর বাণী, দিন রজনী;
হরি জীয়ন্তে দেও আমায় ধরা।।
……………………….
রাগিনী-ভাটিয়াল