(তাল-ঝাঁপ)
আমার কর্ম্ম দোষে হলেম দোষী রে,
এখন আমি কার কাছে দাড়াব।
নিজের দোষে দোষী করে রোষিরে,
হারে দুঃখ কার কাছে জানাব।।
১। আমার কর্ম্ম দোষে এই ঘটিল,
আমার অশান্তিতে জীবন গেল
আমার শান্তির প্রয়ার ভেঙ্গে গেল,
হারে এখন কোথা চলে যাব।।
২। আমি কার কাছে কই মনের কথা,
এমন বান্ধব পাব কোথা।
(আমার) কে বুঝিবে মন ব্যথারে,
হারে কবে প্রাণে শান্তি পাব।।
৩। হরি আমায় কেনে দিলে ভবে,
আমার এই ভাবে কি জনম যাবে।
আমার হেন ভাগ্য কবে হবে
হারে কবে হরির দেখা পাব।।
৪। দীনা বলে এই কি ছিল,
আমার জনম নিয়ে কি ফল হল।
হরি গোসাই আমার উ পায় বল,
(হারে) কবে কর্ম্ম পাশ ঘুচাব।।
………………………….
বিচ্ছেদ
রাগিনী-ভুরুপানি