আমার কাদা মাখা সার হল
ধর্ম মাছ ধরব বলে নামলাম জলে, ভক্তি জাল ছিঁড়ে গেল।।
কু-সঙ্গে সঙ্গ নিলাম, কু-ক্ষণে বিল গাবালাম, ক্ষমা খালুই হারালাম
উপায় কি করি বল, বিল গা’বে পাই চাঁদা পুটি
লোভ চিলে লয়ে গেল।।
সত্য সেই ধর্ম বিলে, সু-রসিক বাগদি দুলে
ছিটকী জাল ঠেলে, তারাই মাছ ধরল ভার
আমি হিংসা নিন্দা গুগলী ঝিনুক পেয়েছি কতগুলো।।
মাছ ধরা পেচ পড়েছে, পাঁচটি ভূত পাছ লেগেছে
ভয়ে প্রাণ চমকে গেছে, আরও বাদি জন ষোল
যাদু বিন্দু বলে চরণ ভুলে, হয়েছি এলোমেলো।।