সোনা বন্ধু রে
আর কত কাঁদাবি আমারে
আমার কান্তে কান্তে জনম গেল
দুঃখেরই সাগরে।।
দুনিয়া কঠিন ঠাঁই
দুঃখ বলার জায়গা নাই
মিলেনা ঠাঁই দুঃখেরি সাগরে (সোনা বন্ধুরে)
আমার চতুর দিকে ভাই ব্রাথার
আমারে করিত আদর-রে
ও এই সকলি পর করিলি আমারে
আমার কান্তে কান্তে জনম গেল
দুঃখেরই সাগরে।।
থাকলে চাকা সোনা কারো ঘরে
তাই দিয়া অলঙ্কার গড়ে
তারে পোড়াইয়া নিঠুর কর্মকার
(সোনা বন্ধু রে)
আবার কসাই করে গরু জবাই
আমারে করিলি ছাই ছাইরে
দেহে জায়গা নাই আর কি দেখাবো তোরে
আমার কান্তে কান্তে জনম গেল
দুঃখেরই সাগরে।।
শুনেছি প্রেম কাহিনী
লাইলি মজনুর জীবনী
দুইজনই প্রেম করিয়া মরে (সোনা বন্ধু রে)
প্রেম করে কেউ সুধা পায়
কারো কান্তে জীবন যায় রে
সেই পীড়িতের দায়
পায় ধরি তোমারে
আমার কান্তে কান্তে জনম গেল
দুঃখেরই সাগরে।।
কেউ কারো নয় মায়ামঞ্চে
পথের দেখা পথিকের সঙ্গে
তাই তোমার সঙ্গে যেতে চাই
ঐ পারে ( সোনা বন্ধু রে )
আমার দেহ ছেড়ে যাবে জীবন
ফুরাইবে আপন-রে
সেদিন অভয় চরন দিও মাতালরে
আমার কান্তে কান্তে জনম গেল
দুঃখেরই সাগরে ।।