আমার কিসের ডর বাবাজান
তোমার রহমানী ছায়ার নীচে,
বাঁধিয়াছি ঘর বাবাজান
আমার কিসের ডর।।
জলে স্থলে সর্ব্বজীবে জপে তোমার নাম
চাঁদ সুরুজ গ্রহ জানায় চরণে সালাম
ত্রিভুবন কাঁপিয়া ওঠে উঠাইলে নজর।।
মনিব তুমি গোলাম আমি ওহে বিশ্বরাজ,
তোমার ইচ্ছাপূরণ করা এই তো আমার কাজ।
ভাল মন্দ দুইয়ের মাঝে প্রভু একেশ্বর।।
পাঠাইয়াছ আসিয়াছি ডাকলে যাব চলে,
লাভ লোকসান কর্মেরই ফল সবই যাব ফেলে।
তেলির বলদ ঘানি টেনে মরলাম জনমভর।।
মাইজভান্ডারী যুগে জন্মি গফুর হালী ধন্য,
গাউছুল আজম নিজেই জামিন আশেকীদের জন্য।
মাইজভান্ডারী আশেক যারা শোন সুখবর।।