আমার গাউছে ভান্ডারীর খেলা
দেখবি যদি আয়,
জাহেরি বাতেনি খেলা
খেলে মাওলানায়।।
জ্ঞানী গুণী সাধুজন
দরবেশ আওলিয়াগণ,
প্রেম ভিখাড়ি হইয়া ঘুরে
মাওলার আস্তানায়।।
মাওলা যারে দয়া করে
বোবার মুখে বাক্য স্বরে,
মুর্দা ক্বলব জিন্দা করে
অসীম কৃপায়।।
মনে বিশ্বাস আছে যার
যাইয়া দেখ মাইজভান্ডার,
অবিশ্বাসী মূর্খ জনে
সেই ধন নাহি পায়।।
গফুর পাগলার পাগল মন
হেলাতেই গেলো জীবন,
বাইরে ঘুরে হৃদয়পুরে
রত্ন ভেসে যায়।।